শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
মোঃ সুমন, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলার, সুয়ালক ইউনিয়নে, সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(০৬ ডিসেম্বর ২০২৫) শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলছুমা বেগম, সদস্য, ৪ নং সুয়ালক ইউনিয়ন পরিষদ, মাওলানা মো: আব্দুল মালেক, প্রধান শিক্ষক, সুয়ালক দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসা,কাজী জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি, অত্র মাদ্রাসা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রবিউল হোসেন, সভাপতি, সুয়ালক টমটম–ইজিবাইক মালিক সমিতি, মোঃ আব্দুল আজিজ, সরদার, সুয়ালক এলাকার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জয়নাল হোসেন, সহকারি প্রধান শিক্ষক , সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।
সমাবেশে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্চ ষার বিকাশে শিক্ষক–অভিভাবকদের যৌথ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।
অভিভাবক’রা বলেন নতুন কমিটি যাতে আমাদের ছেলে/ মেয়েদের পরিবেশের জন্য ভালো হয় এবং পড়ালেখার মান ভালো করতে পারে সে বিষয়ে অভিভাবক’রা বলেন।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষকগণ—মাওলানা মো: আব্দুল মালেক (প্রধান শিক্ষক) জয়নাল হোসেন(সহকারি প্রধান শিক্ষক) , মোঃ শহিদুল ইসলাম(সহকারি শিক্ষক), মোঃ সুমন(সহকারি শিক্ষক) ও জোহরা বেগম(সহকারি শিক্ষক), সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে সমাবেশটি শেষ হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩