বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বিকেলে শহীদ জিয়াউর রহমান হল-১ এর মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাকে “দেশের গণতন্ত্রের প্রতীক ও মেহনতি মানুষের আশা–ভরসা” হিসেবে উল্লেখ করা হয়।
পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল বলেন, “তিনি শুধু একটি দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকারের সংগ্রামের প্রতীক। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।”
সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “বর্তমান সময়টি জাতির জন্য একটি পরীক্ষা। এমন ক্লান্তিকর ও অনিশ্চিত মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি আরও বেশি প্রয়োজন। তার দ্রুত সুস্থতা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে তার রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া করেছি।”
দোয়া মাহফিলে উপস্থিত সকলেই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩