মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলীক্যাং ধুইল্লাজিরি এলাকায় জহির কোম্পানির রাবার বাগানে চলমান চুরি ও জবর দখল চেষ্টার জেরে উত্তেজনা বিরাজ করছে। ধারাবাহিক চুরির ঘটনায় থানায় অভিযোগ করার পর বাগানের পাহারাদারকে মারধর ও প্রকাশ্যে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাবার বাগানটি দখল নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে ১৪ নভেম্বর রাতে ১২–১৫ জনের সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে বাগান থেকে প্রায় ৭শ’ পিস শুকনো রাবার সিট লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা। এ ঘটনা প্রিন্ট ,অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর ২৮ নভেম্বর একই কায়দায় আবারও গভীর রাতে বাগান থেকে ৯১০ পিস শুকনো রাবার লুট করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। লুটের সময় কর্মচারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর ২৮ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় জহির কোম্পানির ম্যানেজার কফিল উদ্দিন বাদী হয়ে আবু তালেব, (কালিরছড়া, ঈদগাঁও), আবদুর রহমান গুরা মিয়া (খুটাখালী, চকরিয়া), মনজুর আলম (ধুইল্লাজিরি, আলীক্যাং)সহ চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে বিবাদীপক্ষের লোকজন পুনরায় রাবার বাগানে হানা দেয় এবং পাহারাদার আবু বক্করকে মারধর করে বেধেঁ রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাহারাদার আবু বক্কর জানান, “আমাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আর চাকরি করা সম্ভব নয়।”
অভিযুক্ত আবদুল রহমান গুরা মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আবু বক্করকে মারধরের বিষয়টিও মিথ্যা।”
রাবার বাগানের মালিক জহির আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র বাগানটি দখলে নেওয়ার অপচেষ্টা করছে। সম্প্রতি দুই দফায় রাবার লুট করেছে। আমি চাই আইনের আওতায় এনে এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
এ ঘটনায় বাগান কর্মচারী ও সংশ্লিষ্টদের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩