সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ, ৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী সালাম মাদানী’র উদ্যোগে রাস্তা সংস্কার অসুস্থ কৃষক মনিরুলের পাকা ধান ঘরে তুলে দিল জামায়াতে ইসলামী রাজাপুরে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রসাদপুর দলিল লেখক সমিতির উদ্দোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ ৪৫ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে উদয়ন সংঘের গুণীজন সংবর্ধনা ৩৬ বছরের প্রিয় শিক্ষিকাকে অশ্রুসজল নয়নে ফুলের গাড়িতে বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী সালাম মাদানী’র উদ্যোগে রাস্তা সংস্কার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী’র উদ্যোগে চলাচলের রাস্তা সংস্কার করা হয়েছে।

এতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন থেকে ছাতকের নোয়ারাই ইউপি’র চৌমুহনী বাজার যাতায়াতের জরাজীর্ণ রাস্তা, চৌমুহনী বাজার – চাঁনপুর রাস্তার কচুদাইর রাস্তা,রাজারগাও রাস্তা, মানিকপুর মসজিদের রাস্তা, দক্ষিণ গোদাবাড়ী রাস্তা সংস্কার করা হয়।

জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানীর সহযোগিতায় জামায়াতে ইসলামী চৌমুহনী বাজার ইউনিটের নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে এসব সংযোগ রাস্তাগুলোর মেরামত করা হয়।

এতে উপস্থিত ছিলেন, নোয়ারাই ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা কাওছার আলম, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) হাফিজ ডাক্তার বিলাল হোসেন, মানিকপুর ইউনিট সভাপতি হারিছ মিয়া,সেক্রেটারি শওকত আলী, নোয়ারাই ইউনিয়ন শিবির সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারি হাফিজ সিদ্দিক আহমদ, জামায়াত নেতা মাষ্টার আব্দুল হাই জুবেল আহমদ , মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ নুর উদ্দিন, খলিলুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপরোক্ত রাস্তাগুলো কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। অবহেলা সংস্কার বঞ্চিত ও হওয়ায় দীর্ঘদিন ধরে খানাখন্দে রাস্তাগুলোর বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাদামুক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এ রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী’র সহযোগিতায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিয়ে রাস্তাগুলো সংস্কার করা হয়।

নোয়ারাই ইউপি’র জামায়াতের সভাপতি হাফিজ মাও কাওছার আলম বলেন, “গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এ রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।”
এদিকে, একটি দলের এমপি পদপ্রার্থী সহযোগিতায় স্থানীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে মাওলানা আব্দুস সালাম আল মাদানী জানান,ছাতক উপজেলাধীন নোয়ারাই ইউপি’র এসব অঞ্চল স্বাধীনতার পর থেকে উন্নয়ন বঞ্চিত। বিগত দিনে এক টুকরো মাটি ও না পরায় রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছিলো। এতে চরম ভোগান্তিতে পড়ে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩