বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদকদ্রব্য ও জুয়ার প্রভাব। ফলাফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার তরুণ ও কিশোররা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের সহজলভ্যতা এবং বিভিন্ন স্থানে গোপনে জুয়ার আসর বসার কারণে যুবসমাজ আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের উদ্বেগ প্রতিদিনই বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়ায়-মহল্লায় সন্ধ্যার পর থেকেই শুরু হয় জুয়ার আড্ডা। কিছু অসাধু ব্যক্তির ছত্রচ্ছায়ায় এসব জুয়ার আসর নিয়মিত বসছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে রাতের অন্ধকারে সীমান্তঘেঁষা কয়েকটি পথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতাও বাড়ছে। মাদক সেবনে লিপ্ত অনেক তরুণ রাতে বাড়ি না ফিরিয়ে বাইরে সময় কাটাচ্ছে, ফলে পারিবারিক অশান্তি ও অনিশ্চয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা আগে যেভাবে পড়ালেখা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকত তা আর দেখা যায় না। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এখন নেশার দিকে ঝুঁকে যাচ্ছে। অনেকেই পরিবারকে না জানিয়ে বন্ধু-বান্ধবের মাধ্যমে নেশায় অভ্যস্ত হয়ে পড়ছে। এতে শুধুমাত্র ব্যক্তিজীবন নয়, পুরো সমাজই একটি অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে।
এলাকার সচেতন মহল মনে করেন, প্রশাসনের নিয়মিত তদারকি থাকলেও কিছু জায়গায় এখনো যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে মাদক ব্যবসায়ীরা দৃষ্টিসীমার বাইরে থেকে সক্রিয় রয়েছে। তারা বলেন, শুধু অভিযান চালালেই হবে না—যুবসমাজকে বাঁচাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, মাদকের ক্ষতি নিয়ে প্রচারণা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ জরুরি। তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের চলাফেরা নজরদারি করার আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেপ্তার করবে, যাতে যুবসমাজকে এই ভয়াবহ গভীর অন্ধকার থেকে ফিরিয়ে আনা যায়। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও মারাত্মক সংকটে পড়বে বলে মনে করছেন সবাই।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩