মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার একমাত্র মহিলা বিদ্যাপিঠ, নাচোল মহিলা ডিগ্রী কলেজে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নাচোল পৌর শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, হেলাল ফাউন্ডেশন এর মহাসচিব ফাইজুদ্দিন (টুনু মাস্টার) প্রমূখ।
এছাড়াও অত্র কলেজের প্রভাষক সহ মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, নাচোল উপজেলা শাখার সভাপতি আশীষ কুমার চক্রবর্তী।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০শে ডিসেম্বর রোজ শনিবার মানবাধিকারের রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল করার জন্য, শতাধিক মানবাধিকার কর্মী নিয়ে শিবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ সংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ চত্বরে উপস্থিত হতে হবে। পরিশেষে মানবাধিকারের আগামি রাজশাহী বিভাগীয় সম্মেলন সুন্দর ও সার্থকভাবে সফল হোক এ প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩