বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসবের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয় রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায়।

কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আশফিয়া লাইব্রেরির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে পাঞ্জেরী পাবলিকেশনস, পথিক প্রকাশন, লেক্সিকন, ব্রিটিশ কাউন্সিল, আদ-দ্বীন শপ, সিয়ান পাবলিকেশনস, গার্ডিয়ান পাবলিকেশনসসহ মোট ২৩টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উৎসবটি চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বইমেলা প্রাঙ্গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, “জ্ঞানের বিকাশ বইয়ের মাধ্যমে। মানুষ যত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞানী হবে এবং উন্নতি লাভ করবে। ইন্টারনেটে বই পড়লেও বইয়ের প্রকৃত স্বাদ পাওয়া যায় না।” তিনি আরও আশা প্রকাশ করেন যে কুয়েটের শিক্ষার্থীরা এই উৎসবকে জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবে।

ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. ইকরামুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “কুয়েটে এই প্রথম এমন আয়োজন শুরু হলো। এটি কুয়েটের জন্য একটি ঐতিহাসিক দিন। আশা করি, এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মৌলিক জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই। অনলাইন টুলস ব্যবহারে অনেক কিছু শেখা যায়, কিন্তু গভীর জ্ঞান অর্জন শুধুমাত্র নিয়মিত বই পড়ার মাধ্যমেই সম্ভব।”

আয়োজকরা জানান, প্রথমবারের এই সপ্তাহব্যাপী বই উৎসব বিশ্ববিদ্যালয়ে পাঠচর্চার একটি নতুন ধারা সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের বইমুখী হতে অনুপ্রাণিত করবে। কুয়েট ক্যাম্পাসে বই পড়াকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই আয়োজন নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩