রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী হিসেবে দায়িত্ব প্রাপ্তির পর দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা ও তারেক রহমানসহ তাঁর পরিবারের সুস্বাস্থ্য প্রত্যাশা করে রাঙামাটির ঐতিহাসিক রাজবন বিহারে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় রাজবন বিহারে উপস্থিত হয়ে তিনি বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে সংঘধন, অষ্টপরিষ্কার দান এবং দানের পুণ্যফল উৎসর্গ করেন বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও সন্তানদের সুস্বাস্থ্য কামনায়।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক।
অনুষ্ঠান শেষে তিনি বলেন, “দলের প্রতি আমি কৃতজ্ঞ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং তারেক রহমানসহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই দান ও ধর্মীয় আয়োজন সম্পন্ন করেছি। রাঙামাটির বহু ধর্মের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
ধর্মীয় এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরু। তাঁর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ দোয়া, পাঠ ও দানগ্রহণের বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ সম্পন্ন করেন। ভিক্ষুগণ শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ আশীর্বাদ পাঠ করেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পরিবারের সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিহারের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাঙামাটির পার্বত্য জনগোষ্ঠীর ধর্মীয় ঐতিহ্য, শান্তি ও সম্প্রীতি রক্ষায় তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩