বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয় বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল ‘নাপা সেন্টার’ তকমা ঝেড়ে নতুন রূপে জাবি মেডিকেল সেন্টার মারা গেছেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দিপংকর দ্বীপ মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা প্রকৃতিকে ভালোবেসেই জীবিকার পথ গড়েছেন শিবচরের শাহিন শিকদার জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত দূর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) প্রদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কক্সবাজারে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. অলি উল্লাহ। তাঁর এ অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত।

জানা যায়, অলি উল্লাহ ২০২৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে তিনি বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেন। নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম স্থান অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে ২০২৪ সালের শুরুতে তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গণিত বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে অলি উল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার পরিশ্রম বৃথা যায়নি। আমি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম হয়েছি। আমি মনে করি বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার দোয়া এবং আমার পরিশ্রম আর আল্লাহর রহমতেই ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে গণিত থেকে প্রথম স্থান অর্জন করতে পেরেছি।’

বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে সবচেয়ে বেশি পড়া। বিশাল সিলেবাস ও অসংখ্য প্রতিযোগির মাঝে টিকে থাকতে হলে নিজেকে ব্যতিক্রমভাবে প্রস্তুত করতে হবে। শর্টকাট সাজেশনের ওপর নির্ভর না করে প্রিলি, রিটেন ও ভাইভার প্রতিটি ধাপে মনোযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাবা-মার মুখটা মনে রেখে আল্লাহর নাম নিয়ে ম্যারাথন যাত্রায় নামতে হবে। কারণ, বিসিএস একটি দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা।’

অলি উল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন আমার অর্জিত দায়িত্ব সৎভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেই দোয়া চাই!’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩