বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন আমরা প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই- প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

বহুজাতিক কোম্পানিতে (এমএনসি) চাকরি পাওয়ার কৌশল জানাতে ‘ক্র্যাক ইয়োর ওয়ে ইন্টু এমএনসিস: সিক্রেটস টু ল্যান্ডিং ইয়োর ড্রিম জব’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

২১ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) বিকেল ৩টায় ব্যবসা অনুষদের সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করছেন অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইন্টারঅ্যাকটিভ কেয়ারস , সহযোগিতায় ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ।

কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত থাকেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি.-এর টেরিটরি ম্যানেজার শফিউল বাশার শান্ত।

অনুষ্ঠানের মূল আলোচক শফিউল বাশার শান্ত বলেন, ‘কর্পোরেট দুনিয়ায় সফল হতে হলে প্রয়োজন একটি শক্তিশালী সিভি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা। সিভি স্ক্রিনিং থেকে শুরু করে অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ—প্রতিটি ধাপে দক্ষতা দেখাতে জানতে হবে। শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা ও ইন্টার্নশিপই প্রার্থীর বড় শক্তি। নিজের অর্জনগুলো সিভিতে তুলে ধরে কোম্পানিকে বোঝাতে হবে যে আপনি তাদের জন্য মূল্যবান। নিয়মিত প্রস্তুতি, আত্মবিশ্বাস ও শেখার আগ্রহই কর্পোরেট সাফল্যের মূল চাবিকাঠি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফাদিয়া মোশারত বলেন, ‘আজকের সেশনটি ছিল কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি নিয়ে এক অনুপ্রেরণামূলক আয়োজন। মূল বক্তা আমাদের শিখিয়েছেন, কিভাবে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজেকে কর্পোরেট সেক্টরের জন্য দক্ষভাবে তৈরি করতে পারে। তিনি রিক্রুটমেন্ট প্রক্রিয়া ও প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব তুলে ধরেন। সেশনটি আমাদের আত্মবিশ্বাস ও ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের পেশাগত জীবনে অগ্রগতির পথ সহজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত দর্শক আব্দুল্লাহ হোসেন তাজিম বলেন, ‘ আজকের সেশনটা সত্যিই অনেক উপকারি ছিল। আমি বুঝতে পেরেছি, কীভাবে নিজের স্কিল উন্নয়ন আর আত্মবিশ্বাস দিয়ে বড় প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যায়। বক্তার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শগুলো ছিল অনুপ্রেরণাদায়ক। এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দিবে বলে আশা রাখি। আর স্কিল ডেভেলপমেন্ট ক্লাব-কে বিশেষ ধন্যবাদ এমন মূল্যবান একটি সেশন উপহার দেওয়ার জন্য।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩