নিউজ ডেক্স
- ২ সেপ্টেম্বর, ২০২৫ / ২৫ বার পঠিত

ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ছাত্রদল। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ববি ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটসংলগ্ন পুকুর পরিষ্কার করে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
জনভোগান্তি এড়াতে র্যালি বা শোডাউন না করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবি, রাজনীতি শুধু শোডাউন বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজকল্যাণ ও পরিবেশ রক্ষায় বাস্তব উদ্যোগ গ্রহণও রাজনীতির অংশ।
এ প্রসঙ্গে ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক বলেন,
“বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের পথপ্রদর্শক। তাঁর দেখানো সমাজসেবামূলক রাজনৈতিক দর্শনকে ধারণ করেই আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি। শুধু রাজপথে শোডাউন করাই নয়, সমাজ ও পরিবেশের জন্য বাস্তব কাজে এগিয়ে আসাই ছাত্রদলের মূল লক্ষ্য। পরিবেশকে পরিষ্কার রাখা মানুষের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়কে সুন্দর, পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করতে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত বলেন,
“রাজনৈতিক কর্মসূচি মানেই যে শুধু র্যালি বা শোডাউন—এ ধ্যানধারণা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। র্যালি করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো নয়, বরং শিক্ষার্থী ও জনসাধারণের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। আজকের পুকুর পরিষ্কার কার্যক্রম এরই একটি অংশ। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর হোক। ভবিষ্যতেও ববি ছাত্রদল নিয়মিতভাবে ক্যাম্পাসে কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন ইনজাম শাওন, আশিক ,রকি, সাব্বির, মিজান, আজমাইন সাকিব, রাফি,ফাহাদ, তরিকুল সিয়াম, ফয়সাল প্রমুখ