বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
কুয়েট প্রতিনিধিঃ
১২ আগস্ট, ২০২৫ (মঙ্গলবার): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪‑২০২৫ শিক্ষাবর্ষে বি.এসসি ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও বি.আর্ক কোর্সে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্য পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ১৪ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় ছাত্র কল্যাণ কেন্দ্রের “মুক্তমঞ্চ”-এ অনুষ্ঠিত হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করা অভ্যর্থনা সভা, বিভাগীয় পরিচিতি, কোর্স রেজিস্ট্রেশন ও একাডেমিক নিয়ম-নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। এরপর প্রতিটি বিভাগের নবীন শিক্ষার্থীরা তাদের বিভাগীয় পরিচিতি সভায় অংশগ্রহণ করে এবং সেই সঙ্গে হল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে আবাসিক হলে ভর্তি সম্পন্ন করবেন
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, সব বিভাগের নতুন শিক্ষার্থীদের অধ্যায়ন কার্যক্রম শুরু হবে ১৭ আগস্ট, রবিবার থেকে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩