বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এনহেন্সিং ডিজিটাল গভর্নেন্স (এজ) স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী পর্ব ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং প্রশিক্ষণ সামগ্রী হিসেবে ব্যাগ, নোটবুক ও কলম বিতরণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৯টি ব্যাচের ৭২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ৮টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ব ও প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য। সরকারি সেবাকে ডিজিটাইজ করার অংশ হিসেবে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তবে এখানেই থেমে থাকলে চলবে না, অনুশীলনের মাধ্যমেই পূর্ণতা আসবে। এতে অংশগ্রহণকারীরা আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, এজ প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ড. হাবিবা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রামের সমন্বয়ক রুবাইয়া শাহরিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন সমন্বয়ক অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় বিশ্ব ব্যাংকের অর্থায়নে, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট অফিস প্যাকেজ, পাইথন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের মতো যুগোপযোগী বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩