মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল দুমকি উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার দুইজন জুলাই শহীদের কবর প্রাঙ্গণে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।
সকাল ৯টার দিকে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শুরু হয়। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদ মো: জসিম উদ্দিন ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মিলন মুন্সির সমাধিতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে তাঁদের এই ত্যাগ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরই এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানাতে সহায়ক ভূমিকা রাখে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩