সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার (৩ আগস্ট) দিনব্যাপী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সুযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মোট ৮টি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।
এই তথ্য সহায়তা কেন্দ্রগুলো পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিভাগীয় ছাত্র এসোসিয়েশনসমূহ। নতুন শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে কাগজপত্র যাচাই, ফরম পূরণ, বিভাগ নির্বাচন, ক্লাস শুরুর সময়সূচি এবং হোস্টেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হয় এসব স্টল থেকে।
খুলনা এসোসিয়েশনের হেল্পডেস্কে দায়িত্বে থাকা শিক্ষার্থী সুষ্মিতা রায় বলেন, “খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা নবাগত শিক্ষার্থীদের প্রশাসনিক কাজে সর্বাত্মকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছি এবং ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ও স্থান চিনতে সাহায্য করছি।”
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের স্টলে দায়িত্ব পালন করা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “আমরা ভর্তি হতে আসা শিক্ষার্থীদের জানাচ্ছি কখন, কোথায় কোন কাগজ জমা দিতে হবে, কোন দিক দিয়ে কোন বিভাগে যেতে হবে। এছাড়া হোস্টেল, মেডিকেল সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবস্থানও বুঝিয়ে দিচ্ছি—যাতে তারা কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ে সহজেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।”
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে। তবে ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় এইদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩