শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময়সূচি ঘোষণা করা হয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্তভাবে ভর্তি সম্পন্ন করবেন।
গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী তার Student Panel-এ প্রদত্ত বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। মূল নম্বরপত্রসমূহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে, তা নিজ দায়িত্বে ওই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি সম্পন্ন করার নির্দেশনা পাওয়া যাবে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে: https://gstadmission.ac.bd/
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩