মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)” শীর্ষক সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন ভবনের ৫ম তলার কক্ষ নম্বর ৫০০১-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক ড. সিত্তল মুনা হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। সেমিনারে দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সেমিনারের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান এবং সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।
বক্তারা ‘জুলাই বিপ্লব’-এর আদর্শ ও বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা, বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করেন।
সেমিনার শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগের ১৮তম ব্যাচের দল—আপন, সানজানা ও সৃষ্টি। রানারআপ হয় ১৯তম ব্যাচের দল সিয়াম, সামিয়া ও মালা।
একই আয়োজনে অনুষ্ঠিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দর্শন বিভাগের মো. রিফাত ইসলাম ঢালী (১৬তম ব্যাচ), ওয়াসিফা রহমান (১৭তম ব্যাচ) এবং রাশা (১২তম ব্যাচ)। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩