মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জবিতে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিচিহ্ন রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে” চিলা ইউনিয়নের এক যুগ ধরে রাস্তার বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগের শেষ নাই সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ কুয়াকাটা সমুদ্র সৈকতে লঘুচাপের প্রভাব জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার গাবতলীতে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট ১৪৪ এর আওতায় ছাগল হাঁস ও মুরগি বিতরণ উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মর্ডান মোড় অবরোধে বেরোবি শিক্ষার্থীরা নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন রাজধানীমুখী বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাবিতে ছাত্রদলের তিন মাসের টিকাদান কর্মসূচির সফল পরিসমাপ্তি সিএনজি চালিত অটোরিকসা চালকদের ধর্মঘটে অচল নাসির নগর, যাত্রীরা চরম দূর্ভোগে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু ‘পর্দা কর্ণারের নামে প্রহসন’- অভিযোগ মাভাবিপ্রবি নারী শিক্ষার্থীদের

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার

 

কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় ক্লাস শুরু হতে যাচ্ছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত দুই দিন ধরে উপাচার্য একাধিক বৈঠক করেন শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে। সব পক্ষের সম্মতিতেই ক্লাস চালু ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “নতুন উপাচার্যের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর নির্দেশ দিলে শিক্ষকরা যথাসময়ে ক্লাসে অংশ নেবেন।”

উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের জানান, “শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মতিতেই আমরা ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত কার্যক্রমও একযোগে চলবে।”

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক আহত হন। ওই রাতে হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য এবং উপ-উপাচার্য দুইজনকেই অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ১ মে চুয়েটের অধ্যাপক হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, এরপর ৪ মে থেকে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি এবং শিক্ষক সমাজের বিরোধিতায় ২২ মে অন্তর্বর্তীকালীন ভিসু পদত্যাগ করেন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

এরপর সরকার ১০ জুন স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য একটি প্রজ্ঞাপন জারি করলেও তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। অবশেষে ২৪ জুলাই দায়িত্ব পান অধ্যাপক ড. হেলালী।

অবশেষে দীর্ঘ ৫ মাস ১০ দিন পর বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরু হচ্ছে—যা শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩