শুক্রবার, ১১ Jul ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দেশসেরা ১৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫ পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান ফরিদপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ‌ও পথসভা অনুষ্ঠিত ববি ক্যাম্পাস জুড়ে জলাবদ্ধতায় নাকাল শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবগঞ্জে পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন, নিষিদ্ধ গাছের চারা ধ্বংস মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের সক্রিয় কর্মী মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে দুইটি ছাগল উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সংগঠনের একনিষ্ঠ ও ত্যাগী এই কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সহানুভূতির অংশ হিসেবে এ সহযোগিতা প্রদান করা হয়।

গতকাল (০৯ জুলাই) বিকালে মরহুম এনামুল হকের ছোট ছেলের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,মরহুম এনামুল হক ছিলেন যুব জামায়াতের একজন নিষ্ঠাবান, আদর্শিক ও নিবেদিত প্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে জানাই গভীর সমবেদনা। তাদের পাশে জামায়াতে ইসলামী সবসময় রয়েছে ও থাকবে ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু,সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রশেদুল ইসলাম, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান,এবং ইউনিয়ন টিম সদস্য মোঃ সেকেন্দার আলী প্রমুখ।

এ উদ্যোগের মাধ্যমে জামায়াত আবারও প্রমাণ করল যে, তাদের সংগঠনের কর্মীদের প্রতি দায়িত্বশীলতা কেবল আন্দোলনেই নয়, কর্মীর পরিবার-পরিজনের প্রতিও তাদের অবিচল ভালোবাসা ও সহমর্মিতা রয়েছে।

আরও পড়ুনঃ ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে পাঁচবিবি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩