বুধবার, ৩০ Jul ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায় এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত ৩৭ বছর পর নিকলীর হিমেল জয় করলেন ইংলিশ চ্যানেল কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক জাজিরায় স্বামির হাতে স্ত্রী খুনের অভিযোগ

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

অনিক হাসান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রান্নার ধোঁয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। রান্নার সময় চুলার ধোঁয়া পাশের ঘরে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে গরম পানি ছুড়ে এক গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন ওই গৃহবধূ। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার বেনিখলা গ্রামে। দগ্ধ গৃহবধূর নাম স্বপ্না আক্তার (২৭)। তিনি ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বপ্না আক্তার বাড়ির উঠানে রান্না করছিলেন। তিনি চুলায় ভাত বসানোর পাশাপাশি গরুর জন্য পানি গরম করছিলেন। এ সময় পাশের ঘরের বাসিন্দা ও তার চাচা শ্বশুর আবদুল খালেক মোল্লা অভিযোগ করেন যে, রান্নার ধোঁয়া তাদের ঘরে ঢুকছে এবং এতে তারা বিরক্ত হচ্ছেন। এ নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা।

এক পর্যায়ে কথাকাটাকাটি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ হয়ে আবদুল খালেক মোল্লা হঠাৎ রান্নায় ব্যবহৃত ফুটন্ত গরম পানি স্বপ্না আক্তারের শরীরে ছুড়ে মারেন। মুহূর্তেই স্বপ্নার শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে পুড়ে যায় এবং তিনি চিৎকার করে ওঠেন।

তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রথমে দেবিদ্বার উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আবদুল খালেক মোল্লা স্বপ্নার স্বামীর চাচা, অর্থাৎ গৃহবধূর চাচা শ্বশুর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিন্দার ঝড় বইছে।

ঘটনার বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

স্থানীয়রা এই ধরনের ঘৃণ্য ও নৃশংস ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩