বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
রফিক ঢালী, শ্রীপুর গাজীপুর:
আজ (৫ মে) রোজঃ সোমবার বিকাল ৪ টায় রাজধানীর ফকিরাপুলে ‘সিটিজি ক্রাইম টিভি’ এর নতুন হেড অফিস উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজগর আলী মানিকের দূরদর্শী নেতৃত্ব ও অদম্য প্রচেষ্টায় এই ক্রাইমভিত্তিক গণমাধ্যম আজ দেশের সংবাদ জগতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজগর আলী মানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের অসংখ্য প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা সংবাদকর্মীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের অপরাধ বিষয়ক রিপোর্টার মেহেদী হাসান, বাংলাদেশ সমাচারের এসএম জীবন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহজালাল উজ্জ্বলসহ গণমাধ্যমের অনেক পরিচিত মুখ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতি পুরো আয়োজনকে এক অনন্য মিলন মেলায় রূপ দেয়। সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল নারী সাংবাদিকদের, যাঁরা সাহসিকতার সঙ্গে এই পেশাকে এগিয়ে নিচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী মানিক বলেন, সাংবাদিকতা আমার জীবনের ভালোবাসা, দায়িত্ব এবং লড়াই। গত ১৬ বছর ধরে ‘সিটিজি ক্রাইম টিভি’ ও ‘সাপ্তাহিক সিটিজি নিউজ’ সত্য, নিরপেক্ষতা ও সাহসিকতা নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা আজ এখানে পৌঁছেছি, এটা কোনো একক অর্জন নয়, এটা আমাদের সকলের সম্মিলিত সংগ্রামের ফল।
তিনি আরও বলেন, দেশজুড়ে আমাদের প্রায় আট হাজারেরও বেশি সংবাদকর্মী নিরলসভাবে কাজ করছেন। তাঁদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি চাই, সাংবাদিকতা হোক জনগণের মুখপত্র, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও চা-চক্র, যেখানে উপস্থিত সবাই আজগর আলী মানিকের সংগ্রাম ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান জুড়ে ছিল এক উচ্ছ্বসিত, বর্ণিল পরিবেশ, ফুলেল শুভেচ্ছায় ভরে ওঠে অফিস প্রাঙ্গণ। আগত অতিথিদের অনেকেই বলেন, আজগর আলী মানিক শুধু একজন সম্পাদক নন, তিনি এই সময়ের এক অনুপ্রেরণা। সাংবাদিকতা কীভাবে দায়িত্বশীল ভাবে পরিচালিত হয়, তিনি সেটাই করে দেখিয়েছেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মানিক, যেখানে ছিল ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ, নতুন জেলা প্রতিনিধির নিয়োগ এবং সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করা এবং সাংবাদিকদের নিরাপত্ত বিষয়ে করা করার কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সিটিজি ক্রাইম টিভির সফলতা কামনা করে সকল সাংবাদিকদের কে একসাথে কাজ করার কথা বলেন আজগর আলী মানিক।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩