বুধবার, ০৭ মে ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দ হাত জায়গায় বসত মিলেনি খোদেজার,থাকেন অন্যের বাড়িতে চৌদ্দগ্রামে মহাসড়কে পাশ থেকে লাশ উদ্ধার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে বাতিল হচ্ছে আগের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা’’ শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের ঐতিহাসিক মহাস্থান মাজার সংলগ্ন বসতি এলাকায় যৌথবাহিনির অভিযান নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ফকিরাপুলে সিটিজি ক্রাইম টিভির, নতুন হেড অফিস উদ্বোধন করেন আজগর আলী মানিক মিশরীয় রাষ্ট্রদূতের সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার শ্রমবাজার চালুর জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান পাকিস্তানের ধর্মীয় শিক্ষাবিদ ও সাবেক সিনেটর অধ্যাপক সাজিদ মির আর নেই ড.মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা করায় রংপুরে আমার দেশ পাঠক মেলার মানববন্ধন শ্রীপুরে পুত্রবধুর মামলায় কারাগারে দেবর-শ্বশুর নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নেই, বরং সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন চৌদ্দগ্রামে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান; ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত

শ্রীপুরে পুত্রবধুর মামলায় কারাগারে দেবর-শ্বশুর

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে নারী নির্যাতনের মামলায় দেবর শ্বশুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুত্রবধু শিলা আক্তারের করা মামলায় বৃহস্পতিবার (১মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলা মাওনা ইউনিয়নের নিজ মাওনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলো নিজ মাওনা গ্রামের মৃত আমজাত আলীর ছেলে জানে আলম (৫০) ও তার ছোট ছেলে রফিক (২৬)।

মামলার বিবরণে জানা যায়, সাত মাস আগে জানে আলমের ছেলে শফিক (৩০) এর সঙ্গে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার খাসবরের বয়ড়া গ্রামের মৃত আঃ সামাদের কন্যা শিলা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ২ লাখ টাকা, ঘরের আসবাব পত্র এবং চার লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয়। কিন্তু কিছুদিনের মধ্যে আবার যৌতুকের টাকার জন্য শুরু হয় শারীরিক মানসিক নির্যাতন।

গত ২৫ শে ফেব্রুয়ারি শিলা কে মারধর করে শশুর বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে তার বড় ভাই মুসা শেখ শ্রীপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে শিলা আক্তার বাদী হয়ে ১৮ এপ্রিল শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলায় আসামি করা হয়, শফিক ও তার বাবা জানে আলম, মা সুফিয়া (৪৫) ও তার ভাই রফিককে।

তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে জানে আলম ও রফিক। স্থানীয় লোকজনদের বরাত দিয়ে জানা যায়, শফিক ও রফিক এলাকার খারাপ চরিত্রের মানুষ এবং মাদকসেবী। শফিক আগে একাধিকবার বিয়ে করেছে এবং তার স্ত্রীদেরকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। বর্তমান স্ত্রী শিলা আক্তারকে বারবার মারধর করে। নিজ মাওনা গ্রামের শাহাবুদ্দিন জানান, আমার সামনেই শফিক একদিন তার স্ত্রীকে মারধর করে।

শ্বশুর জানে আলম ও ভাই রফিক মিলে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩