বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা ‌কোস্ট গার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারী আটক পঞ্চমবারের মতো কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন জামার্নির কেম্পটেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সস-এ সমাবর্তন অনুষ্ঠানে-সুমন চাকমা কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ বাস্ত্রহীন বিদ্যাকে হারাটি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একটি ঘর উপহার দিলেন সুগন্ধা নদী থেকে নারীর মৃতদেহ উদ্ধার বিরামপুরে রোড ডিভাইডারে নতুন স্ট্রিট লাইট, নিরাপদ সড়কে খুশি স্থানীয়রা নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ: জনগণের টাকায় দুর্নীতির কার্পেট দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা

শ্রীপুরে পুত্রবধুর মামলায় কারাগারে দেবর-শ্বশুর

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে নারী নির্যাতনের মামলায় দেবর শ্বশুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুত্রবধু শিলা আক্তারের করা মামলায় বৃহস্পতিবার (১মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলা মাওনা ইউনিয়নের নিজ মাওনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলো নিজ মাওনা গ্রামের মৃত আমজাত আলীর ছেলে জানে আলম (৫০) ও তার ছোট ছেলে রফিক (২৬)।

মামলার বিবরণে জানা যায়, সাত মাস আগে জানে আলমের ছেলে শফিক (৩০) এর সঙ্গে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার খাসবরের বয়ড়া গ্রামের মৃত আঃ সামাদের কন্যা শিলা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ২ লাখ টাকা, ঘরের আসবাব পত্র এবং চার লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয়। কিন্তু কিছুদিনের মধ্যে আবার যৌতুকের টাকার জন্য শুরু হয় শারীরিক মানসিক নির্যাতন।

গত ২৫ শে ফেব্রুয়ারি শিলা কে মারধর করে শশুর বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে তার বড় ভাই মুসা শেখ শ্রীপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে শিলা আক্তার বাদী হয়ে ১৮ এপ্রিল শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলায় আসামি করা হয়, শফিক ও তার বাবা জানে আলম, মা সুফিয়া (৪৫) ও তার ভাই রফিককে।

তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে জানে আলম ও রফিক। স্থানীয় লোকজনদের বরাত দিয়ে জানা যায়, শফিক ও রফিক এলাকার খারাপ চরিত্রের মানুষ এবং মাদকসেবী। শফিক আগে একাধিকবার বিয়ে করেছে এবং তার স্ত্রীদেরকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। বর্তমান স্ত্রী শিলা আক্তারকে বারবার মারধর করে। নিজ মাওনা গ্রামের শাহাবুদ্দিন জানান, আমার সামনেই শফিক একদিন তার স্ত্রীকে মারধর করে।

শ্বশুর জানে আলম ও ভাই রফিক মিলে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩