সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ ‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয়ে বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় ভুক্তভোগী মাফিয়া বেগম বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ছাত্রলীগ নেতা মহিন উদ্দিনের দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। রোববার মামলার স্বাক্ষীদেরও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে মহিন উদ্দিনের বিরুদ্ধে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বিধবা মাফিয়া বেগম ও ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন পরানপুর গ্রামে পাশাপাশি বাড়ির বাসিন্দা। মহিন উদ্দিন ও তার পিতা আবদুল বারেক মাফিয়া বেগমের স্বামী মরহুম মোসলেম মিয়ার রেখে যাওয়া সম্পত্তির লোভে দীর্ঘদিন যাবত জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে।

মাফিয়া বেগমের দুই ছেলে প্রবাসে অবস্থান করায় এবং বাড়িতে উপযুক্ত পুরুষ লোক না থাকায় মহিন উদ্দিন গং মানসিক হয়রানীসহ জুলুম অত্যাচার করে আসছে। ইতোপূর্বে মহিন উদ্দিন গং মোসলেম মিয়ার জায়গা থেকে জোরপূর্বক অন্যায়ভাবে গাছ কেটে নেয়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক বসলেও মহিন উদ্দিন গং সিদ্ধান্ত মানে না। গত ২২ মার্চ দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ও পরিকল্পিতভাবে মহিন উদ্দিন গং বাড়ির উঠানে পেয়ে মাফিয়া বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট ও গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালায়। এছাড়াও তারা মাফিয়া বেগমের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। পরে স্থানীয় লোকজন আহত মাফিয়া বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে মহিন উদ্দিন নিজেকে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে মানুষকে হুমকি-ধমকি, কাঁকড়ি নদীর মাটি বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এছাড়া মহিন উদ্দিনের দাদা মুক্তিযোদ্ধা ও চাচা পুলিশ হওয়ায় কাউকে পাত্তা দিতো না। তাকে আইনের আওতায় আনতে দাবি করেছে ভুক্তভোগী মাফিয়া বেগমসহ আরও অনেকে।

অভিযোগ অস্বীকার করে মহিন উদ্দিন বলেন, আমি কখনো ছাত্রলীগ করিনি। মাফিয়া বেগমের সাথে গাছ কাটা নিয়ে বিরোধ। আমাকে সামাজিকভাবে হেয় করতেই পাশের ঘরের দাদি মাফিয়া বেগম অপপ্রচার করছে।

রোববার বিকেলে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘ভুক্তভোগী মাফিয়া বেগম আদালতে মামলা করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩