বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত ঈদের আনন্দ শোকে পরিণত, বন্ধুদের সাথে সাফারি পার্কে যাওয়া হলো না শাকিবের ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের চাঁদ দেখা গেছে, কাল ঈদ যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে অবঃ সেনা সদস্যের উপর হামলার অভিযোগ তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: উপদেষ্টা আসিফ মাহমুদ গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ শিশুকে ধর্ষণের চেষ্টা, পুলিশের হাতে আলমগীর হোসেন নামে এক যুবক আটক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় যানজটমুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এনায়েতপুরে জামায়াতে ইসলামীর স্বাধীনতা দিবসের র‍্যালী

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণের উপর চৌদ্দগ্রাম বাজারে বিএনপির সাংগঠনিক সভায় প্রবেশের সময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে।
গতকাল সোমবার বিকালের এঘটনা তার ভাই আব্দুল কাদের মোল্লা বাবলু বাদী হয়ে রাতেই চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আহত সাজেদুর রহমান মোল্লা হিরণ। তিনি অভিযোগ করেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশেই কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা করে। পর পর দুই বার হামলার ঘটনায় তিনি মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করায়।

তাঁর ভাই বিএনপি নেতা আবদুল কাদের মোল্লা বাবলু বাদি হয়ে কামরুল হুদা, গিয়াস উদ্দিন, আশিক, গাজী শহীদ, দুলাল পাটোয়ারী, লিটন, সুজন, সুমন মিয়াজী, শরীফুল ইসলাম দুলাল, মমিন মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার মীর হোসেন নয়ন, সাবেক অর্থ সম্পাদক একে শাহ আলম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের মোল্লা বাবলু, উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ মজুমদার, সাবেক সহ সভাপতি রুহুল আমিন ভূঁইয়া প্রমূখ।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩