শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত ঈদের আনন্দ শোকে পরিণত, বন্ধুদের সাথে সাফারি পার্কে যাওয়া হলো না শাকিবের ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের চাঁদ দেখা গেছে, কাল ঈদ যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে অবঃ সেনা সদস্যের উপর হামলার অভিযোগ তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: উপদেষ্টা আসিফ মাহমুদ গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮৫ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৮৫ ফিলিস্তিনির। এ নিয়ে ইসরাইলি বর্বরতায় গত তিনদিনের প্রায় ৬০০ জন নিহত হলেন।  এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক।

শুক্রবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৮৫ জন নিহত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

এদিকে গত ৩ দিনে গাজায় নিহত হয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। আলজাজিরা বলছে, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরাইলি হামলায় ৫৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহতে তাদের স্থল আক্রমণ চলছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে।

অন্যদিকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।  ইসরাইলের যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন করে হামলা চালানোর প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরাইলি ‘গণহত্যার’ প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে।

ইসরালি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজা থেকে ছোড়া একটি প্রোজাক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরাইল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩