মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জুডোর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আজ কুবিতে মঞ্চস্থ হলো ‘মুখ ও মুখোশ’ বাউফলে ভূমিহীনদের জমি দখলের চেষ্টা প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে কিশোর জয়ের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ মেট্রোরেল দুর্ঘটনায় প্রাণহানি চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ‘নোংরা খেলা’ খেলছেন নেতানিয়াহু: হামাস

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটি বলছে, ইসরাইল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করছে না, যার মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, যা ১৯ জানুয়ারি শুরু হয়েছিল, ইসরাইলি বন্দিদের মুক্তি, গাজার কিছু অংশে ইসরাইলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য পাঠানোর কথা ছিল। এই চুক্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে সব ইসরাইলি বন্দি মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন হওয়ার কথা ছিল।

হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাঈম আল জাজিরাকে শনিবার বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আবারও এটি দায়িত্বজ্ঞানহীন খেলা, যা চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে খেলছে’।

নাঈম আরও অভিযোগ করেছেন, ইসরাইল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।  তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, বেশিরভাগ মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি, এবং নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হয়েছে।

এর আগে, ইসরাইলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসে হামাসের অভিযোগকে সঠিক বলে স্বীকার করেছিলেন, তবে ইসরাইল সরকার তা অস্বীকার করেছে।  চুক্তির অংশ হিসেবে, ইসরাইল ৬০,০০০ মোবাইল হোম এবং ২,০০,০০০ তাঁবু গাজায় পাঠানোর কথা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।  গাজার ২.৪ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৯০ শতাংশেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে, এবং বিশাল অংশ গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এদিকে, নেতানিয়াহু গাজায় যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়েছেন এবং তিনি ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা অঞ্চল দখল করার’ প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্প বলছেন তিনি এই পরিকল্পনার জন্য বলপ্রয়োগ করবেন না ।

নেতানিয়াহু বারবার বলেছেন, তিনি গাজার যুদ্ধের উদ্দেশ্যগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চান, যার মধ্যে হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করা অন্তর্ভুক্ত।

রাজনৈতিক বিশ্লেষক জাভিয়ার আবু ঈদ আল জাজিরাকে বলেছেন, ‘নেতানিয়াহুর জন্য ডেরমারকে প্রধান আলোচক নেতা হিসেবে নিয়োগ দেয়া এক গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে।’

আল জাজিরার নূর ওদে বলেছেন, ‘এই চিত্রটি আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি: ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, তারপর দোহা বা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছে এবং চেষ্টা করছে আলোচনা চালিয়ে যেতে’।

একই সময়ে, আলোন পিঙ্কাস, নিউ ইয়র্কে ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত, আল জাজিরাকে বলেছেন, ‘যেহেতু প্রথম পর্যায়টি সফলভাবে শেষ হয়েছে, তাতে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আশাবাদী হওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘এই পর্যায়টি গাজায় ইসরাইলি বাহিনীর শক্তি কমানো এবং এক সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহারের অন্তর্ভুক্ত। এটি যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যা নেতানিয়াহু চান না।’

গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ছয়জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। কিন্তু ইসরাইল ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে এখনো মুক্তি দেয়নি।

এ বিষয়ে নেতানিয়াহুর দাবি, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।  নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই শংকা তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩