মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২ বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড,শিবিরের কেন্দ্রীয় সভাপতি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে যারাই ফ্যাসিস্ট হাসিনার সময়ে নির্যাতনের শিকার হয়েছেন, তারাই জুলাই-আগস্ট গণআন্দোলনে অংশগ্রহণ করেছেন। কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীর মাধ্যমে এ বিজয় আসেনি। ফেসবুকে এক স্ট্যাটাস বা ঘোষণা দিয়ে এত বড় আন্দোলন হয়নি। এ আন্দোলনের মূল মাস্টারমাইন্ড যারা শহীদ হয়েছেন। দ্বিতীয় মাস্টারমাইন্ড আহতরা। তৃতীয় মাস্টারমাইন্ড গাজী’রা। চতুর্থ মাস্টারমাইন্ড পলিসিম্যাকাররা। আন্দোলনে পলিসিম্যাকারদের মধ্যে কয়েকটি লেয়ার ছিল। কোন দল বা ব্যক্তিকে মাস্টারমাইন্ড বলে জাতীয় চেতনাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
রোববার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুথানে সাংবাদিকদের ব্যাপক ভুমিকা ছিল। ফ্যাসিবাদ পতনের পর আপনারা প্রপেশনালিজমকে বাস্তবায়নের জন্য নূন্যতম কোন ধরনের শঙ্কা বোদ করবেন না। সত্যকে সবসময় ফুটিয়ে তুলবেন। আপনারা জাতির বিবেক, তাই বিবেক দিয়ে সত্যকে তুলে ধরবেন। কারণ, সত্য এবং মিথ্যার মিংশ্রনকে আল্লাহতাআলা কখনোই পছন্দ করেন না। আর আমরা যদি বিগত সময়ে দেখি, ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে সাংবাদিকরা সত্য ও মিথ্যাকে মিংশ্রনের এক মহা উৎসবে পরিণত করেছিল। হাসিনার পতনের ক্ষেত্রে সাংবাদিকদের অতি চাটুকারিতার কারণে রাজাকার বিষয়ে প্রশ্ন আসছে এবং তিনিও হঠাৎ করে মন্তব্য করে ফেলেছে-তাহলে কোটা রাজাকারের নাতি-পুতিরা পাবে? আপনারা দেখেন, সেখান থেকে অতি চাটুকারিতার কারণে তাঁর ধ্বংসের কারণ।

ছাত্রদের নতুন গঠনের বিষয়ে শিবির সভাপতি বলেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিবে না। আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তত আছি। সেটা নতুন কোন দল হতে পারে বা পুরাতন কোন দল হতে পারে। কিন্তু এর বাইরে যারা অবস্থান নিবে। অথবা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আমরা সমর্থন দিবো না। মূলকথা হচ্ছে, আমরা তখনই নতুন দলকে সাপোর্ট করবো যখন তারা জুলাই-আগস্টের স্পিরিট ও চেতনাকে লালন করবে।

উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় কুমিল্লা জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারী জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের জেলা অফিস সম্পাদক মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহীম ভূইঁয়া আজাদ, ছাত্রকল্যান সম্পাদক নূরউদ্দিন মাহবুব, চৌদ্দগ্রাম উপজেলা সদর সভাপতি মোজাম্মেল হক, চৌদ্দগ্রাম উত্তর সভাপতি নাছিম মিয়াজী, চৌদ্দগ্রাম দক্ষিণ সভাপতি নূরুর রহমান জিন্নাহ, চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি হোসাইন আহমেদসহ উপজলা অন্যান্য নেতৃবৃন্দু

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩