সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

চৌদ্দগ্রামে সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ওয়েজ বোর্ড বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক নিশ্চয়তা পেলে সাংবাদিকরা সমাজের প্রতিটি ক্ষেত্রে থাকা দুর্নীতির বিরুদ্ধে আরও সোচ্চার থাকবে বলে মন্তব্য করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ব। গত জুলাই-আগস্ট গণঅভ্যুথানে গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। অন্তবর্তী সরকার গঠনের পর সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিকদের লেখনিতে উঠে এসেছে-গত ১৭ বছরে সরকারের দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি। এতে করে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই সচেতন হবে।

শনিবার (২৫ জানুয়াারী) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত জাতীয়, আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং শিক্ষানবিশ সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকরা এসব কথা বলেছেন।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসকের সভা কক্ষে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দৈনিক খোলা কাগজের সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ ও সিসিএন বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক এডভোকেট নাজমুল হাসান মজুমদার।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান, সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান, আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, অর্থ সম্পাদক আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ ভুঁইয়া, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, এএফএম রাসেল পাটোয়ারী, শফিউল আলম, সাংবাদিক ফরিদ আহমেদ ভুঁঞা, জহিরুল ইসলাম সুমন, খোরশেদ আলম, কাজী সেলিম, আবদুর রউফ, রাকিব হোসেন, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, কাজী আহসান উল্লাহ, সানোয়ার হোসেন, আবদুর রব খোন্দকার সবুজ, শিক্ষানবিশ কবি আমজাদ হুছাইন, নাঈম ইকবাল, ইউসুফ হোসাইন, এনায়েত উল্লাহ মাছুম, বেলাল হোসেন শাকিল, আনোয়ার হোসেন, আরমান সাদিক, মাশরাফি আহাম্মেদ মাহিন, জোবায়ের হোসেন, সাইয়্যেদুল ইসলাম আরাফাত, মোঃ হোসাইন প্রমুখ। কর্মশালায় সকল অংশগ্রহণকারীর মাঝে সার্টিফিকেট, নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩