শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন আরিফুল হক’কে বরণে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি বানারীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নজরুল বিশ্ববিদ্যালয়ের শর্টপিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘হিসাববিজ্ঞান বিভাগ’ পটুয়াখালীর দুমকিতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রচন্ড ঠান্ডায় কাহিল নিম্ন আয়ের মানুষগুলো,সূর্যের দেখা মিলছে না তিন দিন

আবু বকর সুজন(চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধি:

নতুন বছরের শুরু থেকে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত চৌদ্দগ্রামের খেটে খাওয়া নির্ণ আয়ের মানুষগুলো। শরীরে মোটা কাপড় জড়িয়ে তাদের কর্মস্থলে বের হতে হচ্ছে। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। দিনেরবেলা কমতে শুরু করছেন তাপমাত্রা। ফলের শীতের তীব্রতা বেড়েই চলছে। গত বুধবার থেকেই শুরু হয়েছে শৈত্যপবাহ সূর্যের আলো দেখছে না কেউ। ঠান্ডা সহ্য করতে না পেরে দিনের বেলা খেটে খাওয়া কৃষি শ্রমিকরা আধাবেলা কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হিমেল ঠান্ডা বাতাসের কারণে রিকশা ভ্যান শ্রমিকরা পরেছেন বিপদে। কেউ কেউ দু তিনশ টাকা রুজি করে ফিরে যাচ্ছেন বাড়িতে।

শুক্রবার (৩ জানুয়ারি)চৌদ্দগ্রাম পৌরসভা ফাল্গুন করা গ্রামে দুপুর ২টায় কথা হয় কৃষি শ্রমিক আবাদ মিয়ার সাথে তিনি বলেন – পেটের খুদাতো ঠান্ডা মানবে না। আধাবেলা কাজ করে ফিরে যাচ্ছি। পচন্ড ঠান্ডায় হাত পা গুলো কাঁপছে আর পারছি না।

রিকশা ভ্যান শ্রমিক নুরুল হক বলেন- সূর্যের দেখা নেই, হিমেল ঠান্ডা কনকনে বাতাসে রিকশা চালিয়ে আর পারছি না। পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে বের হয়েছি তবুও ঠান্ডার সাথে কুলে উঠতে পারছি না। বাতাসে বেশি ক্ষতি করছে। এখন দুপুর দুটা মহাজনের জমাটা উঠিয়ে বাসায় ফিরে যাব।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এ ছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩