রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত নিখোঁজের আড়াই মাস পর ধানক্ষেতে মিলল কিশোরের কঙ্কাল ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ মানবাধিকার রক্ষায় নবীজির আদর্শই একমাত্র পথ- হেলাল বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধা হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন বাগেরহাট-৩ আসনে বিএনপির ধানের শীষ পেলেন ড. শেখ ফরিদুল ইসলাম দেশ ও জাতির কল্যাণ কামনায় চৌদ্দগ্রামে জৈনপুরের পীরের দোয়া চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার মাদারীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

প্রচন্ড ঠান্ডায় কাহিল নিম্ন আয়ের মানুষগুলো,সূর্যের দেখা মিলছে না তিন দিন

আবু বকর সুজন(চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধি:

নতুন বছরের শুরু থেকে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত চৌদ্দগ্রামের খেটে খাওয়া নির্ণ আয়ের মানুষগুলো। শরীরে মোটা কাপড় জড়িয়ে তাদের কর্মস্থলে বের হতে হচ্ছে। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। দিনেরবেলা কমতে শুরু করছেন তাপমাত্রা। ফলের শীতের তীব্রতা বেড়েই চলছে। গত বুধবার থেকেই শুরু হয়েছে শৈত্যপবাহ সূর্যের আলো দেখছে না কেউ। ঠান্ডা সহ্য করতে না পেরে দিনের বেলা খেটে খাওয়া কৃষি শ্রমিকরা আধাবেলা কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হিমেল ঠান্ডা বাতাসের কারণে রিকশা ভ্যান শ্রমিকরা পরেছেন বিপদে। কেউ কেউ দু তিনশ টাকা রুজি করে ফিরে যাচ্ছেন বাড়িতে।

শুক্রবার (৩ জানুয়ারি)চৌদ্দগ্রাম পৌরসভা ফাল্গুন করা গ্রামে দুপুর ২টায় কথা হয় কৃষি শ্রমিক আবাদ মিয়ার সাথে তিনি বলেন – পেটের খুদাতো ঠান্ডা মানবে না। আধাবেলা কাজ করে ফিরে যাচ্ছি। পচন্ড ঠান্ডায় হাত পা গুলো কাঁপছে আর পারছি না।

রিকশা ভ্যান শ্রমিক নুরুল হক বলেন- সূর্যের দেখা নেই, হিমেল ঠান্ডা কনকনে বাতাসে রিকশা চালিয়ে আর পারছি না। পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে বের হয়েছি তবুও ঠান্ডার সাথে কুলে উঠতে পারছি না। বাতাসে বেশি ক্ষতি করছে। এখন দুপুর দুটা মহাজনের জমাটা উঠিয়ে বাসায় ফিরে যাব।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এ ছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩