সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

প্রচন্ড ঠান্ডায় কাহিল নিম্ন আয়ের মানুষগুলো,সূর্যের দেখা মিলছে না তিন দিন

আবু বকর সুজন(চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধি:

নতুন বছরের শুরু থেকে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত চৌদ্দগ্রামের খেটে খাওয়া নির্ণ আয়ের মানুষগুলো। শরীরে মোটা কাপড় জড়িয়ে তাদের কর্মস্থলে বের হতে হচ্ছে। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। দিনেরবেলা কমতে শুরু করছেন তাপমাত্রা। ফলের শীতের তীব্রতা বেড়েই চলছে। গত বুধবার থেকেই শুরু হয়েছে শৈত্যপবাহ সূর্যের আলো দেখছে না কেউ। ঠান্ডা সহ্য করতে না পেরে দিনের বেলা খেটে খাওয়া কৃষি শ্রমিকরা আধাবেলা কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হিমেল ঠান্ডা বাতাসের কারণে রিকশা ভ্যান শ্রমিকরা পরেছেন বিপদে। কেউ কেউ দু তিনশ টাকা রুজি করে ফিরে যাচ্ছেন বাড়িতে।

শুক্রবার (৩ জানুয়ারি)চৌদ্দগ্রাম পৌরসভা ফাল্গুন করা গ্রামে দুপুর ২টায় কথা হয় কৃষি শ্রমিক আবাদ মিয়ার সাথে তিনি বলেন – পেটের খুদাতো ঠান্ডা মানবে না। আধাবেলা কাজ করে ফিরে যাচ্ছি। পচন্ড ঠান্ডায় হাত পা গুলো কাঁপছে আর পারছি না।

রিকশা ভ্যান শ্রমিক নুরুল হক বলেন- সূর্যের দেখা নেই, হিমেল ঠান্ডা কনকনে বাতাসে রিকশা চালিয়ে আর পারছি না। পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে বের হয়েছি তবুও ঠান্ডার সাথে কুলে উঠতে পারছি না। বাতাসে বেশি ক্ষতি করছে। এখন দুপুর দুটা মহাজনের জমাটা উঠিয়ে বাসায় ফিরে যাব।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এ ছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩