মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২ বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

প্রচন্ড ঠান্ডায় কাহিল নিম্ন আয়ের মানুষগুলো,সূর্যের দেখা মিলছে না তিন দিন

আবু বকর সুজন(চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধি:

নতুন বছরের শুরু থেকে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত চৌদ্দগ্রামের খেটে খাওয়া নির্ণ আয়ের মানুষগুলো। শরীরে মোটা কাপড় জড়িয়ে তাদের কর্মস্থলে বের হতে হচ্ছে। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। দিনেরবেলা কমতে শুরু করছেন তাপমাত্রা। ফলের শীতের তীব্রতা বেড়েই চলছে। গত বুধবার থেকেই শুরু হয়েছে শৈত্যপবাহ সূর্যের আলো দেখছে না কেউ। ঠান্ডা সহ্য করতে না পেরে দিনের বেলা খেটে খাওয়া কৃষি শ্রমিকরা আধাবেলা কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হিমেল ঠান্ডা বাতাসের কারণে রিকশা ভ্যান শ্রমিকরা পরেছেন বিপদে। কেউ কেউ দু তিনশ টাকা রুজি করে ফিরে যাচ্ছেন বাড়িতে।

শুক্রবার (৩ জানুয়ারি)চৌদ্দগ্রাম পৌরসভা ফাল্গুন করা গ্রামে দুপুর ২টায় কথা হয় কৃষি শ্রমিক আবাদ মিয়ার সাথে তিনি বলেন – পেটের খুদাতো ঠান্ডা মানবে না। আধাবেলা কাজ করে ফিরে যাচ্ছি। পচন্ড ঠান্ডায় হাত পা গুলো কাঁপছে আর পারছি না।

রিকশা ভ্যান শ্রমিক নুরুল হক বলেন- সূর্যের দেখা নেই, হিমেল ঠান্ডা কনকনে বাতাসে রিকশা চালিয়ে আর পারছি না। পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে বের হয়েছি তবুও ঠান্ডার সাথে কুলে উঠতে পারছি না। বাতাসে বেশি ক্ষতি করছে। এখন দুপুর দুটা মহাজনের জমাটা উঠিয়ে বাসায় ফিরে যাব।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এ ছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩