রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

প্রচন্ড ঠান্ডায় কাহিল নিম্ন আয়ের মানুষগুলো,সূর্যের দেখা মিলছে না তিন দিন

আবু বকর সুজন(চৌদ্দগ্রাম)কুমিল্লা প্রতিনিধি:

নতুন বছরের শুরু থেকে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত চৌদ্দগ্রামের খেটে খাওয়া নির্ণ আয়ের মানুষগুলো। শরীরে মোটা কাপড় জড়িয়ে তাদের কর্মস্থলে বের হতে হচ্ছে। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। দিনেরবেলা কমতে শুরু করছেন তাপমাত্রা। ফলের শীতের তীব্রতা বেড়েই চলছে। গত বুধবার থেকেই শুরু হয়েছে শৈত্যপবাহ সূর্যের আলো দেখছে না কেউ। ঠান্ডা সহ্য করতে না পেরে দিনের বেলা খেটে খাওয়া কৃষি শ্রমিকরা আধাবেলা কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হিমেল ঠান্ডা বাতাসের কারণে রিকশা ভ্যান শ্রমিকরা পরেছেন বিপদে। কেউ কেউ দু তিনশ টাকা রুজি করে ফিরে যাচ্ছেন বাড়িতে।

শুক্রবার (৩ জানুয়ারি)চৌদ্দগ্রাম পৌরসভা ফাল্গুন করা গ্রামে দুপুর ২টায় কথা হয় কৃষি শ্রমিক আবাদ মিয়ার সাথে তিনি বলেন – পেটের খুদাতো ঠান্ডা মানবে না। আধাবেলা কাজ করে ফিরে যাচ্ছি। পচন্ড ঠান্ডায় হাত পা গুলো কাঁপছে আর পারছি না।

রিকশা ভ্যান শ্রমিক নুরুল হক বলেন- সূর্যের দেখা নেই, হিমেল ঠান্ডা কনকনে বাতাসে রিকশা চালিয়ে আর পারছি না। পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে বের হয়েছি তবুও ঠান্ডার সাথে কুলে উঠতে পারছি না। বাতাসে বেশি ক্ষতি করছে। এখন দুপুর দুটা মহাজনের জমাটা উঠিয়ে বাসায় ফিরে যাব।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এ ছাড়া দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩