সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২ বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো:জিসান রহমান,​মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ: এ গ্রয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি, রোটার‌যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সচেতন নাগরিক তৈরির কেন্দ্র। শিক্ষার্থীরা যদি এখান থেকে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজে ছড়িয়ে দেয়, তবে কিডনি রোগ প্রতিরোধে দেশে বড় পরিবর্তন আনা সম্ভব।”

সেমিনারে মূল প্রবন্ধ বা রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ কায়সার। তিনি কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ ও ফাস্টফুড পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি মো. শামসুল আলম শিবলী ও সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জলিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটার‌যাক্ট ক্লাব সভাপতি সাকিব হাসান খান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩