সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
মো:জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ: এ গ্রয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি, রোটারযাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সচেতন নাগরিক তৈরির কেন্দ্র। শিক্ষার্থীরা যদি এখান থেকে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজে ছড়িয়ে দেয়, তবে কিডনি রোগ প্রতিরোধে দেশে বড় পরিবর্তন আনা সম্ভব।”
সেমিনারে মূল প্রবন্ধ বা রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ কায়সার। তিনি কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ ও ফাস্টফুড পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি মো. শামসুল আলম শিবলী ও সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জলিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারযাক্ট ক্লাব সভাপতি সাকিব হাসান খান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩