সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার মিনিয়াপোলিসে গুলিতে নিহত বিক্ষোভকারী: আইসিই’র বিরুদ্ধে অলিভিয়া ওয়াইল্ডের নিন্দা ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: 

ঝালকাঠিতে কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রেজাউল হাসান মুন্না। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। কোনো অপশক্তির কাছে হার মানা যাবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান রুবেল বলেন, একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এসব অপপ্রচার প্রতিহত করতে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ বাদল হাওলাদার, মোঃ স্বপন হাওলাদার, মোঃ মনিরুজ্জামান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান নয়ন, ঝালকাঠি জেলা তাতি দলের সদস্য সোনা মল্লিক, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শুভ হাওলাদার, কৃত্তিপাশা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতাকর্মীরা বলেন, বিএনপি ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে ইসহাক সুলতানা এলেন ভুট্টোকে। তার নেতৃত্বে নির্বাচনী লড়াইয়ে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার দৃঢ় অঙ্গীকার করেন। নেতাকর্মীরা বলেন, ইসহাক সুলতানা এলেন ভুট্টো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনতে তারা দিনরাত মাঠে কাজ করবেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে, তবুও তারা রাজপথ ছাড়েনি। আন্দোলন ও নির্বাচনের মাঠে তারা আগামীতেও সক্রিয় থাকবে।

সভা শেষে নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন এবং অন্যায়, জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩