রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাহ গ্রামার স্কুলের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সফরের যাত্রা শুরু হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পুরো ভ্রমণটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঈদগাঁও–চৌফলদণ্ডী–কুরুস্কুল সড়ক হয়ে প্রথমে পরিদর্শন করা হয় চৌফলদণ্ডী বায়ু বিদ্যুৎ প্রকল্প। এরপর শহরের প্রবেশদ্বার নতুন ব্রিজে কিছু সময় কাটিয়ে দলটি পৌঁছায় মনোরম হিমছড়ি সমুদ্র সৈকতে।
দুপুর পর্যন্ত সাগরপাড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ফুটবল খেলা, সাগরে গোসল ও ঘোরাঘুরির মাধ্যমে আনন্দময় সময় কাটান। পরে সবাই রওনা হন একটি এমিউজমেন্ট পার্কে। মধ্যাহ্নভোজ শেষে পার্কের বিভিন্ন ইভেন্ট ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও আনন্দ উপভোগ করেন।
ঈদগাহ গ্রামার স্কুল পরিচালনা পরিষদের সভাপতি, জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও গ্রামার স্কুলের
প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম–এর দিকনির্দেশনায় শিক্ষা সফরের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ ফারুক, অভিভাবক আল মামুন এবং সালেহা খানম শেলী।
এ সময় শিক্ষক মোঃ ফারুক বলেন, “শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোয় শেখার এক অনন্য সুযোগ তৈরি করে এই শিক্ষা সফর। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, সৌহার্দ্য ও বাস্তব অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে।”
তিনি আরও বলেন, এই সফল আয়োজনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩