বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “শাকসু নির্বাচন স্থগিত কেন, প্রশাসন জবাব দাও” এবং “অনতিবিলম্বে শাকসু নির্বাচন দিতে হবে” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিলে নেতৃত্বদানকারী নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। অথচ দীর্ঘ দিন ধরে এই নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বক্তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেত
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩