বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম।
২১ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ায় তদস্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম-কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মোঃ জনি আলম বলেন, ‘আমি নিয়োগের চিঠি পেয়েছি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জানুয়ারি সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ২ বছরের জন্য প্রভোস্ট হিয়েসে নিয়োগ পেয়েছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩