বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জয়পুরহাটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব জয়পুরহাট সদর রোডের নূর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গণঅধিকার পরিষদ (জিওপি) জয়পুরহাট জেলা কার্যালয়ে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ হামিদ বাবু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”

জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ তার বক্তব্যে দেশনেত্রীর ত্যাগ, সংগ্রাম ও বলিষ্ঠ নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়াও বক্তব্য দেন জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন আহমেদ অভি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি এ দেশের আপামর জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।”

শোকসভায় জেলা গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩