বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণায় নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক মানসম্পন্ন স্কোপাস-ইনডেক্সড জার্নালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মোট ৬১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা এক বছরে চবির ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফী শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান প্রশাসনের গবেষণাবান্ধব নীতি ও উদ্যোগের ফলেই এই সাফল্য এসেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসন গবেষণা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং আইকিউএসিও নিয়মিত গবেষণাভিত্তিক সভা-সেমিনারের আয়োজন করছে।
চবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি স্কোপাস ডাটাবেজের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রকাশিত ৬১৫টি প্রবন্ধের মধ্যে রয়েছে রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, কনফারেন্স প্রসিডিংস ও রিসোর্স অ্যানাউন্সমেন্ট।
চলতি বছরে চবির গবেষকদের প্রবন্ধ বিশ্বের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী জার্নাল দ্য ল্যানসেট ও নেচার কমিউনিকেশন্স-এও প্রকাশিত হয়েছে। তিনটির বেশি প্রবন্ধ প্রকাশ করে শীর্ষ তালিকায় স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।
বিভাগভিত্তিক গবেষণায় এগিয়ে রয়েছে রসায়ন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট। অনুষদগুলোর মধ্যে এককভাবে সর্বাধিক ও কোয়ার্টাইল-১ মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশ করে শীর্ষে রয়েছে জীববিজ্ঞান অনুষদ।
গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, চবির গবেষকদের সঙ্গে সবচেয়ে বেশি যৌথ গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার গবেষকদের সঙ্গে।
তালিকায় কেবল সেসব প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে লেখকদের এফিলিয়েশন হিসেবে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে আন্তর্জাতিক জার্নালে চবির আরও কয়েকজন শিক্ষক গবেষণা প্রবন্ধ প্রকাশ করলেও প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় সেগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩