বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) শপথ গ্রহণের পর প্রথম ৯০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২১ জানুয়ারি) চাকসু ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে চাকসুর বিভিন্ন দপ্তরের কাজ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইবরাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্য পাঠ করেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৩ অক্টোবর ২০২৫ শপথ গ্রহণের মধ্য দিয়ে চাকসুর সপ্তম ক্যাবিনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

তিনি অভিযোগ করেন, শপথ অনুষ্ঠানের আগেই চাকসু কার্যালয় প্রস্তুত থাকার কথা থাকলেও বারবার তাগাদা দেওয়ার পরও সংস্কারকাজ সম্পন্ন হয়নি। অপ্রস্তুত কার্যালয়, প্রশাসনিক জটিলতা, দাপ্তরিক স্থবিরতা ও বাজেট শূন্যতাসহ নানা সীমাবদ্ধতার মধ্যেই চাকসু প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।

বিগত ৯০ দিনে ক্রীড়া বিভাগে কেন্দ্রীয় ও হল সংসদের মাঠ সংস্কার, যেসব হলে মাঠ নেই সেখানে নতুন মাঠ তৈরির উদ্যোগ, জিমনেশিয়ামের নষ্ট সরঞ্জাম মেরামত ও নতুন সরঞ্জাম ক্রয়ের দাবি, কেন্দ্রীয় স্পোর্টস ক্লাব গঠন, ইস্পাহানি প্রথম আলো ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় দল প্রেরণ এবং বিপিএড চালুর কথা উল্লেখ করেন তিনি।

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের কার্যক্রমের মধ্যে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং মুক্ত মঞ্চ সংস্কারের জন্য বাজেট বরাদ্দ ও নতুন নকশা অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়।

এ ছাড়া স্বাস্থ্য, সমাজ ও পরিবেশ বিষয়ক বিভাগসহ অন্যান্য বিভাগে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিক স্মারকলিপি প্রদান করেছে চাকসু বলে জানান জিএস সাঈদ বিন হাবিব।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩