মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র একটি দল সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ভারতীয় স্কাপসহ ৮৮৫ পিস ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
আজ ১৯/০১/২০২৬ ইং সোমবার দিবাগত রাত আনুমানিক ৪:৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ও রংপুরের গংঙ্গাচড়া থানা এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযানের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় লালমনিরহাট জেলার ডিবি পুলিশের একটি টিম নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সিগনাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি সদস্যরা তাৎক্ষণিক গাড়িটির পিছু ধাওয়া করেন।
ধাওয়া চলাকালীন সময় কাভার্ড ভ্যানটি রংপুর জেলার গংঙ্গাচড়া থানা ধীন এলাকায় প্রবেশ করেন। তার পরও থেমে থাকেননি লালমনিরহাট ডিবি পুলিশ চৌকোশ টিম।
রংপুরের গংঙ্গাচড়া থানায় ঢুকে লালমনিরহাটের ডিবি সদস্যরা ৫ নং লক্ষিটারী ইউনিয়ন এলাকায় রাস্তার ওপর বেঞ্চ ফেলে ব্যারিকেড তৈরি করেন। ব্যরিকেড ভেঙ্গে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে চালক। এক পর্যায় কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে সজোরে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনার পরপরই অন্ধকার ও কুয়াশার সুযোগ ব্যবহার করে কার্ভাড ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় চালক।
পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮৮৫ পিস নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে ডিবি পুলিশ লালমনিরহাট ও গঙ্গাচড়া থানা পুলিশ উপস্থিত হয়ে গাড়ি ও মাদকদ্রব্য জব্দ করে। এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
বর্তমানে রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখঃ ইস্কাপ ১৭৯ + ফেনসিডিল ৭০৬ পিচের হিসাবে মোট ৮৮৫ পিচ মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ লালমনিরহাট ও গংঙ্গাচড়া থানা পুলিশ।
এই ঘটনায় ডিবি পুলিশ লালমনিরহাট যে সাহসিকতার দৃষ্টান্ত দেখিয়েছে তাতে করে এটাই প্রমান হয় যে,সত্যিই কঠোর আদেশ জারি ও মাদক নির্মূল পদক্ষেপ গ্রহণ করেছেন লালমনিরহাট গোয়েন্দা পুলিশ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩