সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
জাবি প্রতিনিধি:
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’–এর আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন জলসিঁড়ি।
শুক্রবার ( ১৬ জানুয়ারি ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। নানা সেগমেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অংশ নিয়ে লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন এবং নজরুল সঙ্গীতে দ্বিতীয় স্থান অর্জন করে জাবির জলসিঁড়ি।
এ ব্যাপারে জলসিঁড়ির বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সুরভী চক্রবর্তী বলেন, জলসিঁড়ি তার এ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখবে সবসময়।আমরা ভবিষ্যতেও জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জাবির সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি দীর্ঘদিন ধরে লোকজ ও শুদ্ধ ধারার সংগীত চর্চায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩