সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ মোংলায় বিট পুলিশিং সভা চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬ তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার! মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বরিশালে টাউনহল মিটিং অনুষ্ঠিত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত সুনামগঞ্জে-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারস অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস)-এর উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬। আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ এক্সপো অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয়। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় উদ্যোক্তা ও উদ্ভাবনী আইডিয়াগুলোকে যথাযথ দিকনির্দেশনা, মেন্টরশিপ ও বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত করা।

তিনি আরও বলেন, “সঠিক সহায়তা পেলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম। এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬ সেই বিশ্বাস বাস্তবায়নের একটি কার্যকর উদ্যোগ।” এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও দেশব্যাপী আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো প্রচলিত স্টলভিত্তিক মেলা নয়; বরং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ লঞ্চপ্যাড। এখানে উদ্ভাবনী আইডিয়া বাস্তব ব্যবসায় রূপ নেওয়ার সুযোগ পাবে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের অংশগ্রহণে সরাসরি নেটওয়ার্কিং, বিনিয়োগ সম্ভাবনা, মেন্টরশিপ জোন এবং শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্ক এ আয়োজনের অন্যতম আকর্ষণ।

এবারের এক্সপোতে মোট ৪৫টি স্টল থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের পাশাপাশি চট্টগ্রাম নগরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের উদ্যোক্তারাও এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিইউইএসএসের সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী, সহ-সভাপতি ফাতিমা আফরোজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশরাখ পারভেজ।

উল্লেখ্য, গত বছর সফলভাবে এন্টারপ্রেনারস এক্সপো ১.০ আয়োজন করেছিল সিইউইএসএস। এবারের আয়োজনকে আরও বৃহৎ ও কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩