সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
আগামী ২২শে জানুয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেট আগমনকে কেন্দ্র করে রাজপথে বিশাল শোডাউন করেছে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দল।
সোমবার (১৯ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ধানের শিষের প্রচারণা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সমর্থনে থানা সদরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে ঘিরে শ্রমিক দলের এই সরব উপস্থিতি সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন।
শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ, সহ-সভাপতি মন্তাজ উদ্দীন মেম্বার, সহ-সভাপতি আতাউর রহমান মিলন। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান (খালেছ), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম মাখন এবং যুব-বিষয়ক সম্পাদক জামাল হুসেন জামাল।
তৃণমূল পর্যায় থেকে মিছিলে একাত্মতা প্রকাশ করেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক রায়হান আহমদ; ২নং পূর্ব ইসলামপুর শ্রমিক দলের সভাপতি অফিক আহমদ ও সাধারণ সম্পাদক এরশাদ মিয়া; ৪নং ইছাকলস ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আশিক মিয়া ও সাধারণ সম্পাদক কুদ্দুস আলী।
এছাড়াও শ্রমিক দলের এই আনন্দ মিছিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আহমদ মিজান ও রুকুনুজ্জামান শুভ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আইন উদ্দীন ওয়াইসি এবং উপজেলা ছাত্রদল নেতা মুস্তাকিম আহমদ।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের আগমনী বার্তায় আজ কোম্পানীগঞ্জের আকাশ-বাতাস মুখরিত। আগামী ২২শে জানুয়ারী সিলেটের মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে উপজেলা শ্রমিক দল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ধানের শিষের বিজয় নিশ্চিত করতে শ্রমিক দল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩