মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক বাউফলে গণভোটের প্রচারণায় উঠান বৈঠক ও ভোটকেন্দ্র পরিদর্শন ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির জৈন্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল শেরপুর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫ ‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

জাবি প্রতিনিধি:

‎বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা।

আজ (‎মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকরা। এসময় তারা মোশাররফ ঠাকুরের বক্তব্যের প্রতিবাদ করেন।

‎মানববন্ধনে জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান তার বক্তব্যে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব যে যারা বাংলাদেশে এবং বিশেষত ২৪ পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা ফ্যাসিবাদের কোন ঠাই দেখতে চাই না, হিজাব ফোবিয়া চাই না। গতকাল তথাকথিত এক বিএনপি নেতা মোশারফ আহমেদ ঠাকুর সে তার একটি সেমিনারে বক্তব্য দিয়েছে যে মুসলিম নারীদের যে নিকাব আমাদের সম্ভ্রম যেটা আমাদের আত্মপরিচয়ের একটা উৎস সেই সেই আত্মপরিচয়ের উৎসকে তিনি খুবই নোংরা ভাষায় আমাদের পরিচয় করিয়েছেন। তিনি বাংলাদেশের মুসলিম নারী সমাজকে ইহুদির ইহুদিদের বেশ স্বাদের সাথে তুলনা করেছেন। আমি এটার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন “বিগত ফ্যাসিবাদের সময়ে খুনি হাসিনার আমলে আমরা দেখেছি যে কিভাবে হিজাব পরিহিত নারীদেরকে পরীক্ষার হলে, অফিসে,অফিসের চাকরির ভাইবায় হেনস্থার শিকার হতে হয় এবং এটা এখনো চলমান, খুবই লজ্জার সাথে বলছি এটা এখনো চলমান।

মানববন্ধনের বেগম রোকেয়া হল সংসদের এজিএস ফাহমিদা সুলতানা সওদা বলেন ” ৯০% মুসলিম জনসংখ্যা দেশে যদি হিজাব নিয়ে এরকম ন্যাক্কারজনক কথা শুনতে হয় এর চেয়ে দুঃখ জনক আর কিছুই হতে পারে না। আমরা পোশাকের স্বাধীনতার কথা বলি, যারা হিজাব বা নিকাব পরে না তাদের পোশায় নিয়ে কেউ কথা বললে পুরো বাংলাদেশ ছেয়ে যায় কিন্তু আমরা যারা হিজাব নিকাব পরি তাদের পোষাক নিয়ে কটুক্তি করলে সেরকম কোনো প্রতিবাদ দেখা যায় না। আমরা দেখেছি ভাইবা বোর্ডে এরকমও বলা হয়েছে যে, নিকাব না খুললে ভাইবায় ফেইল করিয়ে দেয়া হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এগুলা কখনই মেনে নিতে পারি না। আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।”

সমাপনী বক্তব্যে ছাত্রী সংস্থার সভানেত্রী জন্নাতুল ফেরদৌস তিনটি দাবির কথা উত্থাপন করেন। এসময় তিনি বিএনপি নেতাকে আগামীতে এধরনের বক্তব্য থেকে বিরত থেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেইসাথে এবিষয়ে বিএনপির অবস্থান জানতে চান। সেইসাথে নারীদের নিরাপত্তার বিষয়ে ইন্টেরিম সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় বক্তারা আততায়ীর গুলিতে নিহত হওয়া শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩