রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
মোংলা থানা পুলিশের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনের লক্ষ্যে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মোংলা থানার চিলা ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশের সাথে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়।
বৈঠকের মূল বিষয়বস্তু বৈঠকে অপরাধ নির্মূল এবং আসন্ন ত্রিদেশ নির্বাচন। এলাকাবাসীর সামনে বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ফেসবুক বা ইন্টারনেটে গুজব ছড়ানো এবং প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। স্থানীয় ছোটখাটো বিবাদ নিজেরা বা পুলিশের সহযোগিতায় বসে সমাধান করার আহ্বান জানানো হয় যাতে বড় ধরনের সহিংসতা এড়ানো যায়।
বৈঠকে উপস্থিত মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যদি নির্ভয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে, তবে মোংলা থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। আমরা চাই সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো হয়রানির শিকার না হয়।”
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সরাসরি মতবিনিময়ের ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং অপরাধীরা কোণঠাসা হয়ে পড়বে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল সিনিয়র পুলিশ সুপার রিফাতুজ্জামান রিফাত, বিশেষ অতিথি দেওয়ান মোঃ জিয়াউর রহমান আইসিটি অফিসার মোংলা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন। ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, মোঃ কাজল খাঁন, সাবেক চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, জামাত নেতা আনিছুর রহমান, বিএনপি নেতা জালাল মুছাল্লি, এসএম পলাশ, বাবুল হাওলাদার, পুলিশিং কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক নারী ও পুরুষ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩