শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা সদস্য, সাবেক লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হক খোকন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোয়াইনঘাট থানা সদরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি )বিকেলে উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, লুৎফুল হক খোকন বিএনপির রাজনীতিতে একজন অভিজ্ঞ ও পরিণত নেতৃত্ব। তিনি দেশে ফেরায় সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং রাজনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খোকনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় লুৎফুল হক খোকন বলেন, আপনাদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩