বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে ব্যস্ততম রাস্তায় গতিরোধক না থাকায় বেপরোয়া মটর সাইকেল ও অটোরিকশা দুর্ঘটনায় চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে পবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ মুক্ত বাংলার সামনে সড়কে অটোরিকশা ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা উল্টে চারজন মেয়ে শিক্ষার্থী আহত হন। তারমধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা খুবই গুরুত্বর।
আহতের চারজনই পবিপ্রবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী। তারা হলেন- রিফা তাহসিন, মীম, নুজহাত ও দিয়া। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে রিফা তাহসিন ও মীমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে রিফা তাহসিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অপর দুই শিক্ষার্থী নুজহাত ও দিয়া পবিপ্রবি হেলথ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসুরক্ষিত ক্যাম্পাস নিয়ে উদ্বেগ দেখা যায়। তারা দাবি করছেন মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতর কারণেই এই দূর্ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ৩ মাস আগে সংস্কারের কাজ শেষ হলেও এখনো দেয়া হয় হয়নি প্রয়োজনীয় গতিরোধক।
সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। দোষী চালককে দ্রুত শাস্তির আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। ক্যাম্পাসের ভেতরে বহিরাগতদের বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে, প্রয়োজনীয় সকল জায়গায় গতিরোধক দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রয়োজনীয় নির্মাণসামগ্রী হাতে পেলেই দ্রুত স্পিড ব্রেকার স্থাপন করা হবে। পাশাপাশি আজকের রাতের মধ্যেই যেসব স্থানে সড়ক মার্কিং প্রয়োজন, সেগুলো সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, মুক্ত বাংলা চত্বর পবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ গোলচত্বর (চৌরাস্তা) হওয়ায় এটি খুবই ব্যস্ততম সড়ক। এর আগে দুটি গতিরোধক থাকায় যান চলাচল নিয়ন্ত্রিত ছিল পরবর্তীতে সড়ক সংস্কার কাজে সেগুলো অপসারনের পর কয়েকবার দুর্ঘটনার ঘটনা ঘটে মুক্ত বাংলা চত্বরের সামনে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩