মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও খান ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে যেকোনো ধরনের রোগের পরীক্ষা-নিরীক্ষা সেবা গ্রহণে ৪০ শতাংশ ছাড়ের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) এ চুক্তির স্বাক্ষরিত হয়। জানা গেছে, আজ থেকেই এই সেবা কার্যকর হয়েছে।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষে স্বাক্ষর করেন শাখা সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও ময়মনসিংহ মহানগর সেক্রেটারি সাআদ কবির এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, ‘ছাত্রশিবির একটি ছাত্রবান্ধব সংগঠন। ছাত্রদের কল্যাণেই আমরা কাজ করি। সেই চিন্তা থেকেই আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ক্যাম্পাস শহর থেকে কিছুটা দূরে হওয়ায় জরুরি মুহূর্তে ময়মনসিংহ শহরে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবা পাওয়া যায় না। এসব বিষয় বিবেচনায় রেখেই আজকের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, খান ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী হওয়ায় শিক্ষার্থীরা শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩