সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারি) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত এবং তার বাড়ির সামনে মজুদকৃত ১০০০ ঘনফুট বালু জব্দ করেন।
রবিবার (০৪ জানুয়ারি) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈপাড়া ও নটাবারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: ইমরানুজ্জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) রওশন কবির।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গোলাম রব্বানী, পিতা রুস্তম আলী। তিনি নাউতারা ইউনিয়নের নটাবাড়ি গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটাবাড়ি এলাকায় নাউতারা নদী থেকে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর এবং বাড়ির সামনে মুজুদকৃত বালু জব্দ করা হয় এবং পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সংশ্লিষ্ট ট্রাক্টর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টর মালিক রব্বানীর বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত হবেন না—মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩