রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল শাহজাদপুরে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত পৌনে ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ ঈদগাঁওতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ, মুক্তিপণ দাবি শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ রাউজান-রাঙ্গুনিয়ায় অগ্নিসংযোগের প্রধান আসামি মনির গ্রেফতার বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত অধ্যাদেশ জারি : ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে ১ বছরের কারাদণ্ড পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং প্রবাসীদের অবদান ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি। ইউডিএফ দুর্গা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হিমেল আহমেদ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই প্রবাসীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ন্যায্য অধিকার রক্ষা এবং বিদেশে কর্মরত অবস্থায় যেকোনো সংকটে রাষ্ট্রীয় সহায়তা জোরদার করা জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক দিনার, সাংবাদিক নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিবাসীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ জোরদার, বিদেশগমন প্রক্রিয়ায় দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের পরিবারের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দিবসটির গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩