বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সাত বিষয়ে ৬০ নম্বরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান কুবি’র প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহি কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বানেশ্বর ভূমি অফিসের সামনে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদক সহ আটক-২ ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রাম বাদসা-মাসুম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মহিপুরে দেড়শ শীতার্তের মুখে হাসি ফোটালো ‘মানবিক সমাজ সেবা সংগঠন’ হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং প্রবাসীদের অবদান ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি। ইউডিএফ দুর্গা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হিমেল আহমেদ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই প্রবাসীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ন্যায্য অধিকার রক্ষা এবং বিদেশে কর্মরত অবস্থায় যেকোনো সংকটে রাষ্ট্রীয় সহায়তা জোরদার করা জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক দিনার, সাংবাদিক নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিবাসীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ জোরদার, বিদেশগমন প্রক্রিয়ায় দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের পরিবারের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দিবসটির গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩