শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
মোহায়মিনুল মিনার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জননেতা নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে “প্রত্যাশার দেয়াল” জনগণের মতামতে জমজমাট আলোচনার কেন্দ্র।
চাঁপাইনবাবগঞ্জে শীতের রাতেও রাজনৈতিক অংশগ্রহণের এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগণের প্রত্যাশা জানার উদ্দেশ্যে একটি বড় “প্রত্যাশার বোর্ড” স্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল।
এই বোর্ডে সাধারণ মানুষ কলম হাতে লিখে জানাচ্ছেন এলাকার উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও বিভিন্ন নাগরিকসেবা নিয়ে তাদের দাবি ও প্রত্যাশা। যুবক থেকে বয়স্ক সব বয়সী মানুষ থেমে থেমে বোর্ডে লিখছেন তাদের মতামত।
ছবিতে দেখা যায় শীতের রাতে এক প্রবীণ ব্যক্তি মনোযোগ দিয়ে বোর্ডের লেখা পড়ছেন। অন্যদিকে দিনের বেলায় অনেক তরুণ-তরুণী ও কর্মজীবী মানুষ ভিড় করে নিজ নিজ দাবি তুলে ধরছেন। বোর্ডের উপরে লেখা “আপনার প্রত্যাশা লিখুন” মানুষকে আরও উৎসাহিত করছে।
উন্নয়ন, সুশাসন ও শান্তির প্রত্যাশায় কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নূরুল ইসলাম বুলবুল এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের মতে, অন্য প্রার্থীরা যেখানে শুধু প্রতিশ্রুতির পোস্টার দেন, সেখানে এই ব্যতিক্রমী আয়োজন মানুষকে সরাসরি মতামত প্রকাশের সুযোগ করে দিয়েছে।
স্থানীয় নাগরিকদের আগ্রহ দেখে বোঝা যায় চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, এবং চায় একজন প্রতিনিধি যিনি তাদের কথাকে গুরুত্ব দেবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩