বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো,আনারুল কবির ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো,তাজউদ্দিন।
সভায় উপজেলার ২১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় স্কুল পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, পাঠদান কার্যক্রমে উদ্ভাবনী উদ্যোগ, বার্ষিক কর্মপরিকল্পনা, মডেল স্কুল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রধান শিক্ষকগণই মূল চালিকাশক্তি। বিদ্যালয়ের পরিবেশ ও শেখার অনুকূল পরিবেশ তৈরিতে সকলের আন্তরিকতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় বলেন, ডিমলার শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল করতে নিয়মিত সমন্বয় সভা কার্যকর ভূমিকা রাখছে। শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতাই আমাদের অগ্রগতির মূল শক্তি।
সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ বিভিন্ন সমস্যাবলী, সমাধানের উপায় এবং উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন।
আলোচনা শেষে শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমন্বয় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩